স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন রুমিন ফারহানা



বাবার আসন পুনরুদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

আগামীকাল বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে তিনি জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় দলীয় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। যদিও বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সাথে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি এ আসনে মনোনয়ন পাননি।

দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন ব্যরিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আগামীকাল বুধবার দুপুরে তিনি মনোনয়নপত্র উত্তোলন করবেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যেই নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মনোনয়ন ফরম উত্তোলনের সময় সাথে থাকার আহ্বান জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

মনোনয়ন ফরম তুললেন জামায়াত প্রার্থী তালেব মন্ডল

২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয়

তারা আবার নতুন করে ভাবছেন, নির্বাচন আদৌ হবে কি?