Posts

রাজশাহী মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

Image
  আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর বাটার মোড় থেকে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি নগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া, সোনাদিঘীর মোড়, মনিচত্বর, সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে গনকপাড়া হয়ে ফের বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা চলো চলো ঢাকা চলো, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল করোসহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন সৈকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সহসভাপতি এ্যাড. ওয়ালিউল...

মনোনয়ন ফরম তুললেন জামায়াত প্রার্থী তালেব মন্ডল

Image
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়ার কাছ থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ ও এস এম সোহেল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খান প্রমুখ। মনোনয়ন ফরম সংগ্রহের পর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় অগ্রণী ভ...

২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয়

Image
ঢাকা ১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, ২৫ ডিসেম্বরের কর্মসূচি শুধু বিএনপির নয়, এটি জনগণের কর্মসূচি। এই আয়োজনের মাধ্যমে জনগণের অংশগ্রহণে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিতে চায় বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানী ধানমন্ডিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। রবি বলেন,`রাজনীতি মানে কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়, রাজনীতি মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা। আজ যেখানে আমি, কাল সেখানে আরেকজন-এটাই রাজনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক নিয়ম। এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।' নির্বাচনী বাস্তবতায় সাংগঠনিক ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচনের সময় ৫৫ নম্বর ওয়ার্ডকে তিনি স্বাধীনভাবে পরিচালনা করছেন এবং সাময়িকভাবে একটি থানা হিসেবে বিবেচনা করছেন। এখানে অনেক যোগ্য নেতা আছেন, প্রতিযোগিতা আছে বলেই সংগঠন শক্তিশালী। তবে সেই প্রতিযোগিতা যেন বিভাজনে রূপ না নেয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে শেখ রবিউল আলম রবি বলেন, ‘সবাই এক মিছিলে যাবে এমন নয়। কিন্তু সবাই গিয়েছে দলের জন...

স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন রুমিন ফারহানা

Image
বাবার আসন পুনরুদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামীকাল বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে তিনি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় দলীয় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। যদিও বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সাথে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি এ আসনে মনোনয়ন পাননি। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন ব্যরিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স...

তারা আবার নতুন করে ভাবছেন, নির্বাচন আদৌ হবে কি?

Image
  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা আবার নতুন করে ভাবছেন, নির্বাচন আদৌ হবে কি? মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম, রক্তপাত, ত্যাগ, নির্যাতন-নিপীড়ন ও সবশেষে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে।  তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচন খুব পছন্দ করি। কিন্তু গত ১৫ বছরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে, নির্বাচন থেকে দূরে থাকতে পারলে মানুষ যেন বেঁচে যায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন আমরা প্রায় হারাতে বসার উপক্রম হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুর্ভাগ্য আমরা যখনই একটা সুযোগ পাই, তখনই কিছু মহল, কিছু ঘটনা সেই সুযোগগুলো বিনষ্ট করে দেয়। আমরা সেই সম্ভাবনাকে দূর করে সত্যিকার অর্থেই আশার সঙ্গে নির্বাচনের দিকে যেতে চাই।  মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রথম থেকেই নির্বাচনের ওপর জোর দিয়ে আসছিল। এজন্য আমাদের অনে...